স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে শাশুড়িকে মারপিট করার অভিযোগে পুত্রবধূ ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুত্রবধূর ভাই মামুন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সে শায়েস্তাগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের আছকির মিয়ার পুত্র। গত সোমবার দিবাগত গভীর রাতে শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
জানা যায়, একই গ্রামের রুবেলের সাথে মামুনের বোনের বিয়ে হয়। বিয়ের পর তাদের মাঝে কলহের সৃষ্টি হয়। ঈদুল আযহা উপলক্ষে মামুনের বোন পিত্রালয়ে যায়। গত সোমবার দুপুরে রুবেলের মা বউমাকে নাইওর আনতে যান। রাতে মামুন, রিপন ও রুবেলের স্ত্রী শরীফা আক্তার শাশুড়িকে মারপিট করে হাত ভেঙে দেয়। এক পর্যায়ে তাকে হত্যার চেষ্টা চালায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মামুনকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। ওসি (তদন্ত) জানান, একজনকে আটক করা হয়েছে। বাকীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com