স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার আটঘরিয়া গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে দুই ভাইকে পিটিয়েছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক মাসুক মিয়ার পুত্র মাহবুবুল আলম (২২) ও মাহমুদুল হাসানকে (১৮) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, প্রতিবেশী আছকির মিয়ার সাথে মাসুক মিয়ার বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে আছকির মিয়া, আব্দাল সুজন শিপন, সুমন ও আছিয়া খাতুনসহ একদল লোক মাসুকের বাড়িতে হামলা চালায়। এতে তারা বাধা দিলে হামলার শিকার হয়ে আহত হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com