স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার কালিকাপুর থেকে নুরুল হক (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে ওই গ্রামের সফিক মিয়ার পুত্র। বৃহস্পতিবার সকাল ১০টায় ডিবির এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে উল্লেখিত পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে ডিবি পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা করেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com