স্টাফ রিপোর্টার ॥ লাখাই’র পাশর্^বর্তী ধরমন্ডল গ্রামে সিএনজি অটোরিকশা পার্কিং নিয়ে দুই দল লোকের সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। এতে ওই গ্রামের হারিছ মিয়া (৩০) নিহত হয়।
জানা যায়, হাদিস মিয়ার সাথে একই গ্রামের আওলাদ মিয়ার সিএনজি পার্কিং নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে নাসিরনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় তিন দাঙ্গাবাজকে আটক করা হয়। আহতদেরকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। হাদিস মিয়া বিকাল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে মারা যায়। এ ছাড়াও তার চাচাতো ভাই আলাউদ্দিন একই হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। নাসিরনগর থানার ওসি জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে তিন দাঙ্গাবাজ আটক রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com