স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে স্বামীর বাড়ি থেকে সাবেরা আক্তার (২২) নামের এক নববধূর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকেই স্বামী ও শ^শুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। সাবেরা ওই গ্রামের সালাউদ্দিনের কন্যা।
সম্প্রতি তারই চাচাতো ভাইয়ের সাথে সাবেরাকে বিয়ে দেয়া হয়। গত সোমবার সকালে সাবেরার দেহ স্বামীর বাড়ির উঠানে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সদর থানার এসআই উৎসব কর্মকার লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করেন। তিনি জানান, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নির্ণয় করা যাবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com