নিতেশ দেব, লাখাই থেকে : মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেট বন বিভাগের সহযোগিতায় ও লাখাই উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে লাখাই উপজেলায় বৃক্ষ রোপন ও চারা বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, কৃষি কর্মকর্তা আহসান হাবিবসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৪০ টি ঔষধি নিম গাছের চারা বিতরণ করা হয় এবং পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ৬টি ইউনিয়নে সর্বমোট ২১ হাজার চারা বিতরণ করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com