স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামকে সম্মাননা স্মারক দিয়েছেন লস্করপুর, রাজিউড়া ইউনিয়ন পরিষদ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়।
উল্লেখ্য, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ইতিপূর্বে মোতাচ্ছিরুল ইসলাম হবিগঞ্জের ৯টি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন। পরে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে বিগত ১ বছর বিশেষ অবদান রাখায় সিলেট বিভাগে শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।
এদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচীর অংশ হিসাবে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদে বৃক্ষ রোপন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com