স্টাফ রিপোর্টারঃ বর্তমান করোনা পরিস্থিতে সবাই ঘরে অবস্থান করলেও ঘরে বসে নেই হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমানের নেতৃত্বাধীন হবিগঞ্জ পৌর পরিষদ। পৌর নাগরিকদের সচেতনতা বৃদ্দি, সরকারী ও ব্যক্তিগত ত্রাণ বিতরণ, সরকারি বিভিন্ন সুবিধাভোগীদের তালিকা প্রস্তুত করা, ইফতার সামগ্রী বিতরণ ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারীদের দাফন কাফন নিয়েই ব্যস্ত সময় কাটছে তাদের। এর মধ্যে গতকাল সারাদিন শহরের সকল ওএমএস ডিলার পয়েন্ট ঘুরে ঘুরে ২ হাজার পরিবারের চাল ক্রয়ের মূল্য ২ লক্ষ টাকা পরিশোধ করেছেন তারা। মেয়র মোঃ মিজানুর রহমানের ২ মাসের ও প্রত্যাক কাউন্সিলরের ১ মাসের সম্মানী ভাতা একত্র করে পৌর এলাকার ওএমএস কার্ডধারীদের পাশে দাঁড়িয়েছেন তাঁরা। এসময় মেয়র মিজানুর রহমান বলেন, পৌরবাসী আমাদেরকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেছেন, পৌরবাসীকে শুধুমাত্র পৌর সেবা প্রদান করাই আমরা যতেষ্ট মনে করছি না , তাই আমি ও আমার পরিষদের কাউন্সিলরগণ নিজেদের অবস্থানে থেকে ব্যক্তিগত ভাবেও ত্রাণ বিতরণ করছি। এরই ধারাবাহিকতায় আজ আমরা আমাদের সম্মানী ভাতা পৌরবাসীর সহযোগীতায় ব্যয় করছি। ইনশাল্লাহ আমরা হবিগঞ্জ পৌরবাসীকে সর্বোচ্চ সেবা ও সহযোগীতা অব্যাহত রাখবো।
এসময় হবিগঞ্জ সদর-লাখাই ও শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট আবু জাহির এমপি সহ হুবিগঞ্জ পৌরসভার কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।