নবীগঞ্জ প্রতিনিধিঃ মহামারি করোনার কারণে ঈদের আনন্দ নেই যেন কারও মনে। এরই প্রেক্ষিতে করোনা সংকটের দুর্যোগকালীন সমযয়ে অসহায় মানুষের ঈদকে রাঙানোর উদ্যোগ নিয়ে নবীগঞ্জ দীঘলবাক ইউনিয়নের কুমার খাদা গ্রামে লন্ডন প্রবাসী মোঃ ছুনু মিয়া ও আশরাফ আলীর উদ্যোগে ২০০ টি অসহায়, নিম্ন আয়ের পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সামাজিক দুরত্ব বজায় রেখে বুধবার(২০ মে) বিকেলে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এতে এলাকার অসহায়, নিম্ন আয়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে চাল, চিনি,ময়দা,দুধ,সেমাই ডাল, তেল, আলু, পেয়াজ সহ বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী দেওয়া হয়।
আশরাফ আলীর সভাপতিত্বে ও এড: মুজিবুর রহমান কাজলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নবীগঞ্জ-বাহুবলের সংসদ সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অবায়দুর কাদের হেলাল,জেলা যুবলীগের সহ সভাপতি শাহেদ গাজী,নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, জাতীয় পাটির নেতা আলাউদ্দিন আহমেদ,স্থানীয় ইউপি সদস্য ফকরুল ইসলাম, সিলেট জেলা সেচ্ছা সেবকলীগের কৃষি বিষয়ক সম্পাদক সাজ্জাদ মিয়া, সাংবাদিক মোঃ হাসান চৌধুরী,মোঃ জুয়েল মিয়া,উল্লেখিত গ্রামের বাসিন্দা ইমরান আহমেদ,নুর আহমেদ,জুনেদ আহমেদ,নোরুল আমিন, আনোয়ার আলীসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। এলাকা বাসীর পক্ষে সংগঠনের সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে গরীব-দুঃখী অসহায় মানুষের পাশে থাকার জন্য আশাবাদ ব্যাক্ত করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com