স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদের সংরক্ষিত ১নং ওয়ার্ডের সদস্য রওশন আরা ভূইয়া লাকীর বরাদ্দ থেকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ দুপুরে বানিয়াচং উপজেলা পরিষদ মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা নিবার্হী কর্মকর্তা মামুন খন্দকার, জেলা পরিষদ সদস্য রওশন আরা ভূইয়া লাকীর স্বামী আলী আহমদ লস্কর প্রমূখ। এ সময় এমপি মজিদ খান বলেন-প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। জেলা পরিষদ সদস্য রওশন আরা ভূইয়া লাকী দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনি হবিগঞ্জবাসীর কাছে দোয়া কামনা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com