নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এবার ইউপি চেয়ারম্যান আলী আহমেদ মুসার বিরুদ্ধে ভিজিডি’র চাল ও মহিলাদের মাসিক সঞ্চয়ের টাকা আত্মসাতের লিখিত অভিযোগ পাওয়া গেছে। রবিবার মোঃ শরিয়ত আলী নামে এক ব্যক্তি নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিতভাবে এ অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে জানা যায়, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমেদ মুসার নির্বাচনী এলাকার হতদরিদ্র ১৭৫ পরিবারের মহিলাদের মধ্যে মার্চ মাসে ভিজিডি’র চাল ও মহিলাদের জমাকৃত মাসিক সঞ্চয়ের টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু মার্চ মাস পেরিয়ে এপ্রিল মাস শেষের দিকে চলে আসলে ও ভিজিডি’র চাল ও সঞ্চয়ের টাকা হতদরিদ্র মহিলাদের মধ্যে বিতরণ করা হয়নি। এরই প্রেক্ষিতে কুর্শি ইউনিয়নের সমরগাঁও গ্রামের মোঃ শরিয়ত আলী নামে এক ব্যক্তি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি’র চাল ও সঞ্চয়ের টাকা আত্মসাতের অভিযোগ এনে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবার লিখিতভাবে অভিযোগ করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল বলেন- ‘অভিযোগ পেয়েছি। ’ অভিযুক্ত চেয়ারম্যান বলেছেন- সোমবার চাল ও সঞ্চয়ের টাকা প্রদান করা হবে। ’
এদিকে জনপ্রতিনিধিরাও রয়েছেন নিরব ভূমিকায়। এ যেন দেখার কেউই নেই। এতে করে চরম হতাশা দেখা দিয়েছে নবীগঞ্জবাসীর মধ্যে।