চুনারুঘাট প্রতিনিধি ॥ করোনা সংক্রমনরোধে চুনারুঘাট উপজেলায় ৬১টি শিক্ষা প্রতিষ্ঠানকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে ৪৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৩টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়। উপজেলার ১০টি ইউনিয়নের সুবিধাজনক স্থান এবং যোগাযোগ ব্যবস্থা দেখে উপজেলা প্রশাসন এসব প্রতিষ্ঠান তালিকাভুক্ত করে। প্রতিটি সেন্টারের জন্য আলাদা আলাদা কমিটি গঠন করা হয়েছে। প্রত্যেক বিদ্যালয়ের প্রধানকে সভাপতি করে ৫ সদস্য বিশিষ্ট কমিটিতে এলাকার লোকজনকেও সম্পৃক্ত করা হয়েছে। করোনা পরিস্থিতি খারাপের দিকে গেলে এবং রোগী পাওয়া মাত্রই রোগী ও তার সংস্পর্শে আসা পরিবারের সদস্যকে এসব কোয়ারেন্টাইন সেন্টারে আনা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ জানান, করোনা সংক্রমনরোধে সরকারের নির্দেশনা মোতাবেক প্রস্তুতির অংশ হিসেবে এসব কোয়ারেন্টাইন সেন্টার করা হচ্ছে। এসব সেন্টারে করোনা রোগী কিংবা সন্দেহজনক রোগীদের আনা হবে, যাতে তাদের কারণে অন্যকারো শরীরে এ রোগ না ছড়ায়।