স্টাফ রিপোর্টার ॥ চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের মাধ্যমে পিপিই (পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট) প্রদান করেছে হবিগঞ্জ জেলা করোনা প্রতিরোধ স্বেচ্ছাসেবক টিম। রবিবার জেলা প্রশাসকের কার্যলয়ে করোনা-ভাইরাস প্রাদুর্ভাব রোধে টিমের সদস্যদের নিয়ে আলোচনা শেষে জেলা প্রশাসকের কাছে এসব পিপিই প্রদান করেন টিমের নেতৃবৃন্দ। এসময় জেলা প্রশাসক কামরুল হাসান টিমের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে টিমের কার্যক্রমকে আরো বেগবান করার পরামর্শ দেন।
পিপিই প্রদান ও আলোচনা শেষে টিমের আহবায়ক রুহুল আমিন মোল্লা মিহন গণমাধ্যমকে বলেন, আমরা দেখেছি রানা প্লাজা ধ্বংসের সময় মানুষ না খেয়ে ১০-১৫ দিন বেঁচে ছিল, এমনকি আফ্রিকার কিছু দেশে খাবারের সংকট অহরহই ঘটে। সুতরাং বাংলাদেশে ত্রাণের পাশাপাশি জনসচেতনতার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন ও চিকিৎসক যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে সার্বক্ষণিক দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, তাদের সুরক্ষা রাখার দায়িত্ব রাষ্ট্র তথা আমাদের সকলের। এসব কথা বিবেচনা করে আমাদের টিমের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে কিছু পিপিই প্রদান করেছি। এসময় উপস্থিত ছিলেন টিমের সদস্য সচিব অ্যাডভোকেট আফসার উদ্দীন চৌধুরী, হবিগঞ্জ পৌরসভা প্রতিনিধি গাজী পারভেজ হাসান, হবিগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি এসএম জানে আলম জনি, লাখাই উপজেলা প্রতিনিধি মলয় চন্দ্র দেব, চুনারুঘাট উপজেলা প্রতিনিধি নকিব চৌধুরী, বানিয়াচং উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান আদেল, মাধবপুর উপজেলা প্রতিনিধি শেখ আরিয়ান রুবেল, শায়েস্তাগঞ্জ উপজেলা প্রতিনিধি নাজিম উদ্দীন নাঈম, নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক সলিল বরণ দাশ, বাহুবল উপজেলা প্রতিনিধি মনসুর আহমেদ আখনজী, আজমিরীগঞ্জ উপজেলা প্রতিনিধি তোফাজ্জল অনিকসহ নেতৃবৃন্দ।