![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2020/04/Munna-received_251010796026861.jpeg)
মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি এলাকার গুঙ্গিয়াজুড়ি হাওরে ধান কাটার আধুনিক যন্ত্র (কম্বাইন্ড হারভেস্টার) দিয়ে ধান কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুল হাসান। শনিবার দুপুরে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের গুঙ্গিয়াজুড়ি হাওরে ধান কাটার আধুনিক মেশিন দিয়ে ধান কেটে এর উদ্বোধন করেন তিনি। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তমিজ উদ্দিন খাঁন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা একেএম মাকসুদুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছাদু মিয়া, কালিয়ারভাঙ্গা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, নবীগঞ্জ থানার এসআই সমীরণ চন্দ্র দাশ প্রমুখ।