জামাল মোঃ আবু নাছের, মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামে মাহিয়া খাতুন নামের ষষ্ঠ শ্রেণীর এক মেধাবী শিক্ষার্থী করোনায় আক্রান্তে মারা যায়নি। শুক্রবার রাতে মুঠো ফোনে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের করোনা ভাইরাস (কোভিড ১৯) সনাক্তকরন কমিটির সদস্য ও মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক তরুন কান্তি পাল নিশ্চিত করেছেন। তিনি বলেন মাহিয়া করোনায় আক্রান্ত হয়ে মারা যায়নি। তার সোয়াব পরীক্ষার ফলাফল নেগেটিভ আসছে। গত বৃহস্পতিবার দুপুরে মাহিয়া করোনার উপসর্গ নিয়ে এক মারা যান। কঠোর নিরাপত্তার মধ্যে তার লাশ দাফন করা হয়েছে।
মাহিয়ার বাবা আলফাজ মিয়া বলেন গত ১১ দিন ধরে সে জ্বর, কাশি ও গলাব্যাথায় আক্রান্তের কারনে স্থানীয় এক পল্লী চিকিৎসকের অধীনে চিকিৎসায় ছিল। বৃহস্পতিবার তার অবস্থা আরো অবনতি দেখা দিলে মাহিয়াকে মাধবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসক তার অবস্থা অবনতি দেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া পরামর্শ দেন। তার বাবা বলেন আমরা ব্রাহ্মণবাড়িয়া না নিয়ে মাহিয়াকে বাড়িতে নিয়ে আসি এবং দুপুরে তার মৃত্যু হয়। মাধবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার নাদিরুজ্জামান বলেন মাহিয়ার ট্রাইফয়েট জ্বর, কাশি, গলাব্যাথা ও শ্বাস কষ্ট ছিল। সে উপজেলার বহরা ইউনিয়নের ফোকাস আইডিয়াল একাডেমীর ষষ্ঠ শ্রেণীর মেধাবী শিক্ষার্থী ছিল। গত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল।