![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2020/03/A-LEAGUE_01.jpg)
করোনা প্রতিরোধের উপকরণ ও লিফলেট বিতরণ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক। শনিবার বিকেলে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তৃতায় শাখাওয়াত হোসেন শফিক বলেন, করোনা ভাইরাসের কারনে সারা বিশ্বের অনেক উন্নত দেশ আজ হিমশিম খাচ্ছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সাথে এই করোনা ভাইরাস মোকাবেলায় দিনরাত কাজ করছেন। ইতোমধ্যে তিনি তাঁর যোগ্যতা বলে বিদেশ থেকে বিভিন্ন উপকরণ আনার ব্যবস্থা করেছেন। মুজিববর্ষের বিশাল আকারের কর্মসূচির প্রস্তুতি নেয়ার পরও দেশের মানুষের কথা চিন্তা করে তিনি সেই কর্মসূচি স্থগিত করেছেন। আমাদের সকল নেতাকর্মীদেরকে সাধারণ মানুষকে সচেতন করার জন্য কাজ করার জন্য নির্দেশ প্রদান করেছেন।
তিনি আরও বলেন, সিলেট অঞ্চল হল প্রবাসী অধ্যুষিত। সম্প্রতি অনেক মানুষ দেশে এসেছেন। তাদের নিজের এবং সমাজের সকল মানুষের স্বার্থে হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। যদি তারা বাহিরে চলাফেরা করে আমাদের নেতাকর্মীদেরকে তাদের খুজে বের করতে হবে। প্রয়োজনে প্রশাসনকে খবর দিতে হবে।
তিনি বিলেন, আমি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি। আমি আমার নেতাকর্মীদেরকে সচেতন হওয়ার আহবান জানাই। পাশাপাশি সবাই মিলে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। মনে রাখতে হবে একমাত্র জনসচেতনতাই আমাদেরকে প্রাণঘাতি করোনা ভাইরাস থেকে রক্ষা করতে পারে। সচেতনতার মাধ্যমে আমাদের নিজে বাঁচতে হবে। তাহলেই আমাদের সমাজ ও দেশ বাঁচবে।
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ জাতীয় কমিটির সাবেক সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল ফজল, শরীফ উল্ল্যা, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, মর্তুজা হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, মর্তুজ আলী, সজিব আলী, আলমগীর খান, অ্যাডভোকেট আতাউর রহমান, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, প্রেসক্লাব সভাপতি ইসমাইল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ ও অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, জেলা আওয়ামী লীগ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, অ্যাডভোকেট মোন্তাকিম চৌধুরী খোকন, মস্তোফা কামাল আজাদ রাসেল, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুর উদ্দিন চৌধুরী বুলবুল, সাবেক সভাপতি ডা. ইশতিয়াক রাজ চৌধুরী, জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী বলেন, করোনা ভাইরাস এর বিষয়ে সচেতনতা বাড়াতে আওয়ামী লীগের প্রত্যেকটি কর্মীকে মাঠে ময়দানে কাজ করতে হবে। এখানে নূন্যতম অবহেলা করা চলবে না। প্রশাসনকেও এ ব্যাপারে আমাদের পক্ষ থেকে সহযোগিতা করতে হবে।
পরে করোনা ভাইরাস থেকে দেশ ও জাতিকে রক্ষা এবং বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্য এবং একাত্তরে মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
প্রধান অতিথি পরে করোনা ভাইরাসের উপর সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।