বানিয়াচংয়ে প্রশাসনের বাজার মনিটরিং
স্টাফ রিপোর্টর ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন বাজার মনিটরিং করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় বাজার মনিটরিংয়ে নেতৃত্ব দেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার ও সহকারী কমিশনার ভূমি মোঃ মতিউর রহমান খান। এময় বড়বাজার, নতুন বাজার ও আদর্শবাজারে অবস্থিত চাউল ব্যবসায়ী ও মুদি ব্যবসায়ীদের দ্রব্যমূল্য বৃদ্ধি না করাসহ চায়ের দোকান ও রেস্টুরেন্টগুলোতে যাতে গণজমায়েত না হয় সেজন্য নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া দোকানে বসিয়ে কোন ক্রেতার নিকট খাদ্যদ্রব্য খেতে না দেওয়া, চা বিক্রি না করা এবং বাজারে আসা লোকজনদের বিনা কাজে বাইরে বের না হতে অনুরোধ জানানো হয়। নিয়মিত প্রশাসনের বাজার মনিটরিংকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।
এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার ও সহকারী কমিশনার ভূমি মোঃ মতিউর রহমান খান জানান, বাজারগুলোতে টিসিবির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সূলভ মূল্যে বিক্রি চলছে। সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করে লোকজন পণ্য সামগ্রী কিনছে। এর ফলে বাজারের দ্রব্যমূল্য স্থিতিশীল অবস্থায় রয়েছে। সকলের সচেতনতা ও পজিটিভ মানসিকতাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে। জনসার্থে নেয়া এসব সিদ্ধান্ত কোনো ব্যবসায়ী না মানলে পরবর্তীতে জেল জরিমানা সহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।