বানিয়াচং প্রতিনিধি ॥ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও হবিগঞ্জ-২ আসনের এমপি আলহাজ¦ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। আর বর্তমান সরকারের সু-যোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দু’নয়ন দেশবাসীর উন্নয়ন। শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভূতপূর্ব উন্নয়ন বিশ্ববাসীর কাছে বাংলাদেশ আজ একটি রোল মডেল। এ সরকারের সময়ে দেশের সামগ্রীক উন্নয়নসহ শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আর এ উন্নয়ন ধরে রাখতে শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এলাকায় শিক্ষার হার বৃদ্ধি করতে সন্তানদের ঠিকমতো বিদ্যালয়ে পাঠাতে হবে। বিশেষ করে মায়েরাই পারেন সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে। গাছ যেমন সঠিক পরিচর্যা না করলে ঠিকমতো বেড়ে উঠে না, ঠিক তেমনই সন্তানকে মানুষের মতো মানুষ করতে মায়ের ভূমিকার তুলনা হয় না। বুধবার দুপুরে বানিয়াচং উপজেলা সদরে অবস্থিত রায়ের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বিদ্যালয়ের পার্শ^বর্তী ৪০ লাখ টাকা ব্যয়ে স্থাপিত সড়ক উদ্বোধন শেষে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিপুল ভূষন রায়ের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক হাবিব মিয়ার পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা আওয়ামী লীগ সভাপতি আমীর হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস.এম খোকন, ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল কাদির তুফানি, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আশরাফ সোহেল, আনোয়ার মিয়া প্রমূখ।