![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2020/03/NABIGANJ-1.jpg)
নবীগঞ্জ প্রতিনিধি ॥ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০ উপলক্ষে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদের সভাপতিত্বে ও ইপিআই মেডিকেল টেক্যানোলজিস্ট আবুল ফয়েজ সৈয়দ তোয়াহা’র পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মুমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহাদাত হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ চম্পক কিশোর সাহা সুমন, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ সরওয়ার শিকদার, এসআই সমীরণ দাশ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি মহিতোষ দাশ তালুকদার, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ ফয়ছল আহমদ, মা-মনির উপজেলা কো-অর্ডিনেটর হুমায়ুন কবির, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ সোলাইমান। উপস্থিত ছিলেন দৈনিক সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর নূরে আলম সিদ্দিকী প্রমূখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাসপাতাল জামে সমজিদের ঈমাম হাফেজ শামছুল ইসলাম ও গীতা পাঠ করেন প্রধান শিক্ষক সমিতির সভাপতি মহিতোষ দাশ তালুকদার। অবহিতকরণ সভায় আগামী ১৮ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত ১ সপ্তাহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ও ২৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ২য় ও ৩য় সপ্তাহে নিয়মিত স্থায়ী টিকাদান কেন্দ্র সমূহে হাম রুবেলা টিকা দেয়া হবে। এতে সকলকে টিকা বিশেষ করে উপজেলার সকল মসজিদ সহ প্রত্যেক প্রতিষ্ঠান তাদের মত করে প্রচারণা চালানোর আহবান জানানো হয়।