স্টাফ রিপোর্টার ॥ ৩ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজে দেশরতœ শেখ হাসিনা একাডেমিক কাম পরীক্ষা হলের ৪র্থ ও পঞ্চম তলা এবং ড. এম.এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল বুধবার দুপুরে এই দুই প্রকল্পের উদ্বোধনী ফলক উন্মোচন করেন তিনি। পরে তিনি শিক্ষার্থীদের জন্য বিনা ভাড়ায় বাস সার্ভিসের উদ্বোধন ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন।
বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ এলিয়াছ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর শাহনাজ পারভীন, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ইলিয়াছ বখ্ত চৌধুরী জালাল, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আব্দুল হাকিম, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দা রকিবুন্নাহার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন সেতু প্রমূখ। পরে মুজিব শতবর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ও কলেজের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি আবু জাহির বলেন, এক সময় হবিগঞ্জ জেলাকে অবহেলিত বলতেন পার্শ্ববর্তী জেলার বাসিন্দাগণ। কিন্তু বিগত ১০ বছরে যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষাসহ সকল ক্ষেত্রে বৈপ্লবিক উন্নতি সাধিত হয়েছে। এজন্য হবিগঞ্জ এখন আলোকিত জেলায় পরিচিতি লাভ করেছে। এখানে আমরা প্রতিষ্ঠা করেছি শেখ হাসিনা মেডিকেল কলেজ এবং শীঘ্রই প্রতিষ্ঠা হতে যাচ্ছে একটি কৃষি বিশ্ববিদ্যালয়। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
হবিগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সরকার জানান, ১ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজে দেশরতœ শেখ হাসিনা একাডেমিক কাম পরীক্ষা হল এর ৪র্থ ও ৫ তলা এবং ১ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ড. এম.এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ৪র্থ ও ৫ তলার উর্ধ্বমুখী সম্প্রসারণ করা হয়েছে।