মুজিববর্ষ উপলক্ষে হবিগঞ্জে সম্প্রাসারিত বিট পুলিশিংয়ের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার ॥ ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ স্লোগানকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে হবিগঞ্জে সম্প্রাসারিত বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে দাঙ্গা, চুরি, ডাকাতি, মাদক, নারী নির্যাতন, বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের কাকিয়ার আব্দা হাজী ছুরত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আনু মিয়ার সভাপতিত্বে ও সাংবাদিক মোঃ ছানু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম)। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম (পিপিএম), সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজল আহমেদ, ইউপি সদস্য কোরবান আলী লিটন, ব্যবসায়ী কবির আহমেদ, হাবিবুর রহমান সবুজ, তারা মিয়া প্রমূখ। সভায় প্রধান অতিথি’র বক্তব্যে পুলিশ সুপার বলেন- চুরি, ডাকাতি, মাদক, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশকে সকলে সহযোগিতা করতে হবে। পুলিশ অপরাধ দমনে আন্তরিক ভাবে কাজ করছে। তিনি বলেন- নারী নির্যাতন প্রতিরোধ করতে হবে। মোবাইল ও ইন্টারনেটের কূফলে সামাজিক অবক্ষয়ে সন্তানরা নিজেদের ভবিষ্যত নষ্ট করছে। সেদিকে সকল অভিভাবকদের খেয়াল রাখতে হবে। ১৮ বছরের নিচে কোন ছেলে-মেয়েকে মোবাইল ফোন ব্যবহার করতে দেয়া যাবে না। অপরাধ কর্মকান্ডে ছেলে মেয়েদের উসকে না দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, পুলিশ আন্তরিকভাবে দায়িত্ব পালন করায় কাকিয়ার আব্দা এলাকার শিশু বিদয় হত্যা মামলার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে পুলিশ।