চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট সীমান্তে পাচার হয়ে আসার পর বিজিবি বিপুল পরিমাণ ভারতীয় কলগেট টুথপেস্ট আটক করেছে। বুধবার সন্ধ্যায় চিমটিবিল সীমান্ত ফাঁড়ির বিজিবি জোয়ানরা অভিযান চালিয়ে এ টুথপেস্ট আটক করে। এসময় পাচারকারীরা কৌশলে পালিয়ে যায়। আটককৃত টুথপেস্টের মূল্য প্রায় ৩ লাখ টাকা। এ ব্যাপারে একটি মামলা দায়ের করেছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় চিমটিবিল ফাঁড়ির ইনচার্জ সুবেদার দেলোয়ার হোসেন বিজিবি সদস্যদের নিয়ে টহলে বের হলে ১৯৭৪ এর ৪নং পিলার সংলগ্ন স্থানে কার্টুনে রাখা ৩ হাজার পিছ ভারতীয় কলগেট টুথপেস্ট আটক করেন। এর আগে মঙ্গলবার রাতে পৌর এলাকার বাল্লা রোডে একটি মাইক্রোবাস থেকে শতাধিক ভারতীয় এনড্রয়েট মোবাইল সেট আটক করে জনতা। পরে তা পুলিশের কাছে জমা দেওয়া হয়। উদ্ধারকৃত মোবাইলের মুল্য অনুমান ১৩ লাখ টাকা। এছাড়াও গত সপ্তাহে হবিগঞ্জের ডিবি পুলিশ ১২ লাখ টাকা মুল্যের ভারতীয় এনড্রয়েট মোবাইল সেট আটক করেছিল।