জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ হবিগঞ্জ জেলা শাখার কাউন্সিল ২০২০ হবিগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। ‘দুর্নীতি-লুটপাট-দলবাজি বন্ধ কর, সাম্প্রদায়িকতা- জঙ্গিবাদ নির্মূল কর, বৈষম্যের অবসান কর, সমাজতন্ত্রের পথ ধর’ জাতীয় পূণর্জাগরণের লক্ষ্যে এগিয়ে যাওয়ার শ্লোগান দিয়ে কেন্দ্রীয় সম্মেলনকে সামনে রেখে সারাদেশব্যাপী চলছে জেলা কমিটির কাউন্সিল। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলা জাসদের কাউন্সিল হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সম্পন্ন হয়। গতকাল সকাল ১০টা থেকে উৎসবমুখর পরিবেশে কাউন্সিলারগণ জেলা কমিটির নতুন কমিটি গঠন করেন। কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জাসদের স্থায়ী কমিটির সদস্য নাদের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আনোয়ারুল হক, কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক ও মৌলভীবাজার জেলা জাসদ সভাপতি আব্দুল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য জিয়াউল হাসান তরফদার মাহিন, জাসদ উপদেষ্টা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, মৌলভীবাজার জেলা জাসদের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন নজরুল। বক্তব্য রাখেন জেলা জাসদের সাবেক সভাপতি খায়রুল মনসুর চৌধুরী মজনু, যুক্তরাজ্য জাসদের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, বৃন্দাবন কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস শাকিল মাহমুদ, সাবেক জিএস অ্যাডভোকেট নজরুল আজিজ জুনেদ, সাবেক জিএস সাব্বির আহমেদ মিঠু, পৌর জাসদ সভাপতি শাহ আশিকুর রহমান, নবীগঞ্জ উপজেলা জাসদ সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মাসুদ, বাহুবল উপজেলা জাসদ সভাপতি আব্দুল কাইয়ুম মাহমুদ, চুনারুঘাট উপজেলা জাসদ সভাপতি মোঃ আব্দুল হাই, সদর উপজেলা জাসদ সভাপতি মোঃ ছাইদুল হক, জেলা জাসদের দফতর সম্পাদক গোলাম সরওয়ার জাহান লিটন। কাউন্সিলে স্বরচিত কবিতা পাঠ করেন জেলা জাসদের সহ-সভাপতি আব্দুল হান্নান মাহমুদ গাজী।
কাউন্সিলে অ্যাডভোকেট তাজউদ্দীন আহমদ সুফিকে সভাপতি, আবু হেনা মোস্তফা কামালকে সাধারণ সম্পাদক এবং শাহ আশিকুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৪৬ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি