স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ও হত্যার হুমকি এবং পুলিশের অসহযোগিতামূলক আচরণের প্রতিবাদে হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় মানববন্ধন কর্মসূচি পালিত হবে। গতকাল রবিবার সকাল ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাবে জেলা সাংবাদিক ফোরামের জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ফোরামের সভাপতি মোঃ এমদাদুল ইসলাম সোহেলের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মশিউর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি রাসেল চৌধুরী, শাকিল চৌধুরী, সহ-সভাপতি মামুন চৌধুরী, জাকারিয়া চৌধুরী, অপু চৌধুরী, আশরাফুল ইসলাম কহিনুর, আব্দুল হালিম, এম সাজিদুর রহমান, মীর আব্দুল কাদির, কাজী সুজন, কাজী মিজান, ডাঃ এম এ জলিল, জুয়েল চৌধুরী, সহিবুর রহমান, জাহেদ আলী মামুন, এম শাহ আলম, আক্তার হোসেন, মহিবুল হাসান সজল, হাবিবুর রহমান শাওন প্রমূখ।
প্রসঙ্গত, হবিগঞ্জে সাংবাদিক জুয়েল চৌধুরী ও এস এম সুরুজ আলী এবং নবীগঞ্জে কিবরিয়া চৌধুরীর উপর সন্ত্রাসী হামলা ও জেলা সাংবাদিক ফোরাম সভাপতি এমদাদুল ইসলাম সোহেলকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি, পুলিশের অসহযোগিতামূলক আচরণের প্রতিবাদে গতকাল রবিবার প্রেসক্লাবে সাংবাদিক ফোরামের এ জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় হবিগঞ্জ নিমতলায় মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।