এৃম এ আহমদ আজাদ, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গরু চুরি চক্রের তিন সদস্যকে চোরাই গরু ও পিকআপ গাড়ীসহ আটক করা হয়েছে। এ সময় চুরি হওয়া দুইটি গরু ও একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। আটককৃতরা হলো- সিলেট জেলার গোয়াইনগাট থানার মৃত বজেন্দ্র কুমার দেবের পুত্র উজ্জ্বল কান্তি দেব (৪২), সুনামগঞ্জ জেলার ছাতক থানার বড়খাপন এলাকার আসলাম আলীর পুত্র সাদিক (২০) ও জামালগঞ্জ থানার ছেলাইয়া এলাকার আব্দুল গফুরের পুত্র আব্দুর রহিম (১৫)। আব্দুর রহিম বর্তমানে সিলেট টুকের বাজারে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে।
পুলিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ দুলাল মিঞার নেতৃত্বে এসআই আব্দুল কাদের ও এএসআই হিল্লোল তালুকদারসহ একদল পুলিশ মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে শনিবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে অভিযান শুরু করে। অভিযান চলাকালে সিআর ওয়ারেন্টভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করার পর তারা থানায় ফেরার পথে সুনামগঞ্জ-ঢাকা মহাসড়কের জিয়াপুর এলাকায় রাত প্রায় আড়াইটায় একটি সন্দেহজনক পিকআপ (সিলেট মেট্রো-ন-১১-০১৮৯) চোখে পড়ে। গাড়িটিতে দুইটি গরু ছিল। পুলিশ গাড়িটিকে থামানোর সংকেত দিলে চালক দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করলে পিকআপে থাকা দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ ও ছোরা প্রদর্শন করে ভয় দেখানোর চেষ্টা করে। পরে বেতারযোগে সদর থানাকে বিষয়টি জানানো হলে হবিগঞ্জ শহরের কিবরিয়া ব্রিজের ঢালু এলাকায় পিকআপটি আটক করা হয়। গাড়ি থামার আগেই দুর্বৃত্তরা লাফিয়ে পালাতে গিয়ে পাকা রাস্তায় পড়ে আহত হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, আরও ৫-৬ জন সহযোগীর সাথে তারা নবীগঞ্জের কামারগাঁও জিয়াপুর গ্রাম থেকে গরু দু’টি চুরি করে নিয়ে যাচ্ছিল। আটককৃতদের প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নেওয়া হয়েছে। গরু ও পিকআপ পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ দুলাল মিঞা জানান, গরুর প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িত অন্যন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।