
তামাকমুক্ত হবিগঞ্জ পৌরসভা গড়ার প্রত্যয়ে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে চিত্রাংকন প্রতিযোগিতা। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে হবিগঞ্জ সুরবিতান ললিতকলা একাডেমীতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। প্রতিযোগিতার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক গোলাম মোস্তফা রফিক। শিক্ষার্থীরা চিত্রাংকনের মাধ্যমে তামাক ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকারক প্রভাব তুলে ধরে। প্রতিযোগিতায় সেরা ৯ জনকে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে।
উল্লেখ্য, তামাক নিয়ন্ত্রণে বিশেষ অবদানের স্মীকৃতিস্বরূপ গত বছর স্থানীয় সরকার ক্যাটাগরিতে হবিগঞ্জ পৌরসভা জাতীয় পুরস্কার লাভ করে। হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী বলেন, তামাক ও তামাকজাত দ্রব্যের নেতিবাচক প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে হবিগঞ্জ পৌরসভা এই চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচী অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি