
কাজী মাহমুদুল হক সুজন ।। চলমান বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে চুনারুঘাট ও বাহুবল উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
গতকাল সরজমিনে গিয়ে দেখা যায়, চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ও রানীগাঁও ইউনিয়নের অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। রানীগাঁও ইউনিয়নের পারকুল, আলাপুর, ইসলামপুর সহ ৪/৫টি গ্রাম বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে। সাটিয়াজুরী ইউনিয়নের আটালিয়া, শাহপুর, সিরাজনগর, কৃষ্ণপুর, কুনাউড়া, কাজিরখিল, দারাগাঁও, সাটিয়াজুরী, বাসুদেবপুর, লতিবল্লবপুর সহ ১৫টি গ্রাম পানিতে নিমজ্জিত। অনেক ফসলি জমি পানিতে তলিয়ে রয়েছে ৩/৪ দিন যাবত। বিশেষ করে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ধানের জমি তলিয়ে যাওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।
উপজেলার কাজিরখিল গ্রামের কৃষক সাহেব আলী ও লতিবল্লবপুর গ্রামের আব্দুল হাই জানান, তারা ৭/৮ খেয়ার জমিতে আমন ধান রোপন করেছিলেন। যা সম্পূর্ণ তলিয়ে গেছে। এভাবে আরোও ৩/৪ দিন পানি থাকলে জমিতে রোপনকরা ধানের চারা পচে যাবে। তাছাড়া শাক-সবজিরও ব্যাপক ক্ষতি হয়েছে।
এদিকে বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চিচিরকোট, হিমারগাঁও, পাইকপাড়া, চক্রামপুর, শাহপুর, ভাদেশ্বর গ্রামসহ ৭/৮টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে।
এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। সরকারি ভাবে তাদের সহযোগিতা করা হবে।