
হবিগঞ্জ পৌর এলাকার ৮৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ২শ’ ডাস্টবিন বিতরণ করেছে হবিগঞ্জ পৌরসভা। হবিগঞ্জ পৌরসভার ‘গ্রীন স্কুল-ক্লিন স্কুল’ ক্যাম্পেইন এর আওতায় এই ডাস্টবিন বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ পৌরসভা মাঠে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মইনুল হক। বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ সিলেট প্রতিনিধি ডা. নবজ্যোতি দেব ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স এন্ড ইম্মোনাইজেশন মেডিকেল অফিসার ড. ওয়াকিল আহমেদ খন্দকার। কর্মসূচির সমন্বয়ক ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী।
প্রসঙ্গত, শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা সৃষ্টি, বৃক্ষরোপণ ও সবুজায়ন কার্যক্রমের বিস্তৃতি এবং প্লাস্টিক জাতীয় দ্রব্যের ব্যবহার কমানোর লক্ষ্যে হবিগঞ্জ পৌরসভা গ্রীন স্কুল ক্লিন স্কুল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। বিজ্ঞপ্তি