
স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নবগঠিত কেন্দ্রীয় কমিটির আহবায়ক রমেশ দত্ত ও প্রথম যুগ্ম আহবায়ক মৃনাল কান্তি বৈষ্ণবসহ কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য গিরীন্দ্র চন্দ্র রায়। সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানান।
প্রসঙ্গত, গত ৩ জুলাই বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার ও মহাসচিব এস এন তরুণ দে এই কমিটি অনুমোদন দেন। কমিটিতে হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য গিরীন্দ্র চন্দ্র রায়কে সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে। গিরীন্দ্র চন্দ্র রায়কে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটিতে সদস্য রাখায় তিনি কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান ও মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।