
প্রেসিডেন্ট মফিজুর রহমান বাচ্চু সেক্রেটারী সঞ্জয় রায় ও ট্রেজারার ফারুক মিয়া এমজেএফ
লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫বি১ এর লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ ড্রিম এর সভা হবিগঞ্জ ফুড ভিলেজে গত শনিবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ২০২৪-২৫ এর প্রেসিডেন্ট লায়ন জামিলুন্নবী ফয়সল ও পরিচালনায় ছিলেন সেক্রেটারী লায়ন মো: মঈন উদ্দিন খান। সভায় ২০২৫-২৬ সালের প্রেসিডেন্ট লায়ন মফিজুর রহমান বাচ্চু, সেক্রেটারী লায়ন সঞ্জয় রায় ও ট্রেজারার লায়ন মো: ফারুক মিয়াকে দায়িত্ব অর্পনসহ ফুল দিয়ে বরণ করা হয়। এতে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ ড্রিম এর ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ও ডিস্ট্রিক্ট ৩১৫বি১ এর জয়েন্ট ট্রেজারার লায়ন অ্যাডভোকেট শিবলী খায়ের, পাস্ট প্রেসিডেন্ট লায়ন গাজী মিজবাহ উদ্দিন, ডিস্ট্রিক্ট রিডিং একশন প্রোগ্রাম কমিটির চেয়ারম্যান লায়ন মো: লিটন মিয়া, রিজিওন চেয়ারম্যান হেড কোয়ার্টার লায়ন মো: রফিক মিয়া, ভাইস প্রেসিডেন্ট লায়ন এমজি মুহিত, জয়েন্ট সেক্রেটারী লায়ন সিদ্দুকুর রহমান মাসুম, জয়েন্ট ট্রেজারার লায়ন মো: আনোয়ার হোসেন, টেইল টুইস্টার লায়ন মো: আব্দুর রশিদ খান, ডিরেক্টর লায়ন মো: ফরিদ মিয়া, লায়ন ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার, লায়ন বাপ্পি রায়, লায়ন মো: নাছির উদ্দিন, লায়ন মো: আব্দুস সালাম নোমান, লায়ন মো: রাজন আহমেদ নাঈম ও লায়ন মো: জাহাঙ্গীর আলম সুমন। বিজ্ঞপ্তি