প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার খোয়াই নদীর রাজার বাজার অংশের বালু মহাল থেকে ইজারাদার নিয়মনীতি অমান্য করে নির্দিষ্ট মৌজা ও দাগ খতিয়ান উপেক্ষা করে একাধিক ড্রেজার মেশিন স্থাপন করে সাধারণ জনগণের ফলজ কৃষি জমিতে বালু উত্তোলন করে আসছে একটি প্রভাবশালী মহল। এতে নদী তীরবর্তী কৃষি জমিতে ফাটলসহ কৃষি জমি নদীগর্ভে পতিত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, ইজারা বিজ্ঞপ্তিতে কাকাউশ ও আশ্রাবপুর মৌজার অধীন নদীর নির্দিষ্ট কিছু দাগে (১নং খতিয়ান ভুক্ত) ২২.৫০ (বাইশ একর পঞ্চাশ) শতক জমি নিয়ে মহালটির অবস্থান। কিন্তু ইজারাদার উল্লেখিত মৌজা দুইটির অন্তর্ভুক্ত নদীগর্ভের ওই দাগ না মেনে তার ইচ্ছামতো নদীতে ড্রেজার মেশিন বসিয়ে সাধারণ জনগণের চাষাবাদ কৃত জমিতে বালু উত্তোলন করে মজুদ ও পরিবহন করে ব্যাপক ক্ষতিসাধন করছেন। এতে নদী তীরবর্তী কৃষি জমি নদীগর্ভে পতিত হচ্ছে। সম্প্রতি ইজারা বিজ্ঞপ্তিতে বর্ণিত দুইটি মৌজার সীমানা নির্দেশক সাইনবোর্ড উপেক্ষা করে পার্শ্ববর্তী থৈগাঁও মৌজা থেকে পরিবেশ বিধ্বংসী একাধিক ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। ফলে থৈগাঁও মৌজার নদী তীরবর্তী কৃষি জমিও নদী ভাঙনের শিকার হচ্ছে এবং পার্শ্ববর্তী ভূমিহীন মানুষের সরকারি আশ্রয়ন প্রকল্প ও চলাচলের রাস্তা হুমকির মুখে পড়েছে।
তাছাড়া ভারী যানবাহন দিয়ে বালু পরিবহন করায় রাস্তা ঘাটে বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে চলাচলে প্রতিনিয়ত স্কুল-কলেজ এর শিক্ষার্থী সহ এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই এ ব্যাপারে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ভুক্তভোগি জনগণ।