
স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩ নারী আহত হয়েছেন। গতকাল সোমবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে মুড়িয়াউক গ্রামের খায়রুল মিয়া, আমিরুল, শফিকুল ও গোলাপ মিয়ার পূরুষ শুন্য বাড়িতে প্রতিপক্ষের কামরুজ্জামান ওরফে মঈনুল, নাসির মিয়া, ছবির মিয়া, ফরিদ মিয়া গং প্রবেশ করে ভাঙচুর করে এবং গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায়। এতে বাঁধা দিলে হামলাকারীরা বাড়ির নারীদেরকে মারধর করে। এতে খায়রুল মিয়ার স্ত্রী রুবিনা আক্তার (২৭), গোলাপ মিয়া মেয়ে জোনাকি (২৪), শফিকুল এর স্ত্রী সালমা আক্তার আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com