
কাজী মাহমুদুল হক সুজন ॥ চুনারুঘাটে মোটর সাইকেল দুর্ঘটনায় এক শিক্ষক নিহত ও গলায় ফাঁস দিয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ১০ টায় চুনারুঘাট উপজেলার পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বাহার চুনারুঘাট শহর থেকে বাড়িতে যাওয়ার পথে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তিনি মাটিতে পড়ে যান। সাথে সাথে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সিলেট নেয়ার পথে তিনি মারা যান। সোমবার বাদ জোহর গ্রামের বাড়ি উপজেলার ছয়শ্রী গ্রামে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
অপরদিকে গতকাল সোমবার সকালে উপজেলার মিরাশী ইউনিয়নের আমতলা গ্রামের গফুর মিয়ার মেয়ে বেগম আক্তার (৩৫) পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি মোঃ নুর আলম।