শায়েস্তাগঞ্জে পিএফজির আন্তঃধর্মীয় সংলাপ
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ পিস ফেসিলিটেটর গ্রুপ (পিএফজি) শায়েস্তাগঞ্জ উপজেলার উদ্যোগে সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলা পিএফজির কো-অর্ডিনেটর মোঃ আব্দুর রকিব এর সভাপতিত্বে ও পিএফজির মুসলিম ধর্মীয় নেতা হাফেজ তোফায়েল আহমেদ মনিরের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন অ্যাম্বাসেডর আব্দুস ছালাম মেম্বার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস। বিশেষ অতিথি ছিলেন ওসি (তদন্ত) আল আমিন মীর, বিএনপি নেতা পিএফজি অ্যাম্বাসেডর প্রভাষক কামরুল হাসান রিপন, জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারী ইয়াসির খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক ফিরোজুল ইসলাম চৌধুরী, সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, পিএফজির সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর আকলিমা চৌধুরী। আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সুশান্ত পাল চৌধুরী, কল্যাণ বিশ্বাস, সেক্রেটারী জনি চৌধুরী, সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, ইত্তেফাক প্রতিনিধি মোঃ আব্দুল হক রেনু, এম শামীম চৌধুরী, মাওলানা আ স ম নুরুল্লাহ, ইমাম মুজাহিদ আহমেদ মানিক, মাওলানা আরিফুল ইসলাম মামুন, মাওলানা মোঃ আতাউর রহমান, মাওলানা মোহাম্মদ আবু সালেহ, মাওলানা মোঃ শাখকুর রহমান, মাওলানা মোঃ জুবায়ের আহমদ রেজা, মাওলানা মোহাম্মদ ফরুক আহম্মদ, মাওলানা শফি উদ্দিন, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা ইদ্রিস আলী, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আল আমিন সাইফী, তাফহিমুল ইসলাম চৌধুরী, মোঃ মুহিবুর রহমান, মোঃ ফজলুল হক, সুশীল সরকার, রবার্ট সরকার, বিজয় সরকার, সুমন চন্দ্র দেব, নান্টু সূত্রধর প্রমূখ।
বক্তারা বলেন, শায়েস্তাগঞ্জ হল শান্তি, সম্প্রীতির উপজেলা। এখানে মুসলিম, হিন্দু, খ্রিস্টান ধর্মের লোকেরা যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে অবস্থান করে আসছেন। কোন গুজবে কান দিয়ে ধর্মীয় সম্প্রীতি যেন নষ্ট না হয়, সে ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহবান জানান। সংলাপে ধর্মীয় নেতা, রাজনীতিবিদ, সাংবাদিক সহ বিভিন্ন পেশার লোক অংশগ্রহন করেন।