
নিজস্ব প্রতিনিধি ॥ ‘জন্মিলে মরিতে হয়’ এই চিরন্তন সত্যের পথ ধরে মানুষ একদিন পরপারে পারি জমায়। সাড়ে তিন হাত জমির ওপর গড়ে ওঠে প্রাণহীন দেহের বসতবাড়ি। ক্ষমতাবান-বিত্তশালী থেকে শুরু করে শ্রমজীবী মানুষেরও শেষ আশ্রয় হয় কবরস্থান নামের এই ঠিকানায়। এই ঠিকানার সৌন্দর্যবর্ধনের জন্য এগিয়ে আসে দিলুয়ার এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের উত্তরকোল মৌজার যশেরআব্দার কবরস্থানের মাটি ভরাটের কাজের উদ্বোধন করা হয়েছে। এই মাটি ভরাটের কাজ এলাকাবাসী আনন্দের সাথে গ্রহন করেছে। তারা আশা করছেন দ্রুত সময়ের মধ্যে কবরস্থানটির মাটি ভরাটের কাজ সফলভাবে সম্পন্ন হবে। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি এম শাহ আলম, মোঃ কামাল খান, আব্দুল শহীদ, সাংবাদিক সিরাজুল ইসলাম জীবন, আব্দুল মতিন, মোঃ গোলাপ খান, প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com