স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়ন তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক উজ্জল মিয়ার উপর অতর্কিত হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে টুপিয়াজুরী গ্রামের ব্রীজ সংলগ্ন এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত উজ্জল মিয়া কাউরিয়াকান্দি গ্রামের মৃত ফিরোজ মিয়ার পুত্র।
আহত উজ্জল মিয়া জানান- হবিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত ১৮ তারিখের জনসভাকে সফল করার লক্ষ্যে জেলা তাঁতী দলের মিটিং শেষে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন তিনি। তার সাথে ছিলেন ইউনিয়ন তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাবির আহমেদ। পথিমধ্যে টুপিয়াজুরী গ্রামের ব্রীজ সংলগ্ন পৌঁছালে পূর্ব থেকে উৎপেতে থাকা আওয়ামী লীগ নেতা সিরাজ উদ্দিন, ফায়েজুর রহমান ফয়েজ, যুবলীগ নেতা মঈন উদ্দিন গং তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে তারা ২ জনই আহত হন। এর মধ্যে উজ্জল মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
এদিকে তাঁতীদল নেতাদের উপর হামলার খবর পেয়ে জেলা তাঁতীদল সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, সাংগঠনিক সম্পাদক একেএম রাজিব মিয়া ও ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান খোকন, দক্ষিণ বানিয়াচং কৃষকদল আহ্বায়ক তাইদুল ইসলাম, বানিয়াচং উপজেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোঃ ফজলু মিয়া সহ বিএনপির নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান। তারা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।