
স্টাফ রিপোর্ট ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে গণ অধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী গোলাম রাব্বানীর পক্ষে দলীয় মনোনয় জমা দিয়েছেন নেতৃবৃন্দ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে হবিগঞ্জ-১ আসনের সম্ভাব্য প্রার্থী গোলাম রাব্বানীর পক্ষে নেতৃবৃন্দ ঢাকায় কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খান এর হাতে মনোনয়ন ফরম জমা দেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে মনোনয়ন পাওয়ার জন্য দলীয় ফরম সংগ্রহ ও জমার শেষ দিন ছিল। শেষ দিনে দলীয় মনোনয়ন পেতে নবীগঞ্জ-বাহুবল আসনের প্রার্থী, গণঅধিকার পরিষদ হবিগঞ্জের সহ-সভাপতি গোলাম রাব্বানীর পক্ষে দলিয় মনোনয়ন জমা দেয়া হয়।
দলিও সূত্রে জানা যায়- দলের মনোনয়ন বোর্ডের সভায় মনোনয়ন চূড়ান্ত করা হবে। গণঅধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখার প্রচার প্রকাশনা সম্পাদক বি এইচ রাজু জানান- জাতীয় নির্বাচনে মনোনয়নের প্রত্যাশায় দলীয় ফরম দাখিল করেছি। আশা করছি মনোনয়ন বোর্ড হবিগঞ্জ জেলা সহ-সভাপতি গোলাম রাব্বানীকে প্রার্থী হিসেবে মনোনীত করবেন। শতাধিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে কেন্দ্র থেকে ফরম সংগ্রহ করে জমা দেওয়ার প্রক্রিয়ায় তিনি খুশি। তিনি আশা প্রকাশ করেন তৃণমূলের প্রত্যাশা পূরণে মনোনয়ন বোর্ড দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে।
মনোনয়ন ফরম জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন গোলাম রাব্বানীর বড় ভাই গোলাম মস্তোফা, হবিগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ এর সিনিয়র সহ-সভাপতি নাহিদ উদ্দিন তারেক, গণঅধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বি এইচ রাজু, হবিগঞ্জ জেলা শাখার সদস্য নুরুজ্জামান, যুব অধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সদ্য সাবেক অর্থ সম্পাদক জাহিদুর রহমান রাসেল, সদ্য সাবেক সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ, যুব অধিকার পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ, সদ্য সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল সাগর, সদ্য সাবেক যুগ্ম সদস্য সচিব গোলাম রাব্বানী আলমগীর, ছাত্র অধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ ইকবাল, যুব অধিকার পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সদ্য সাবেক যুগ্ম আহবায়ক শিশু মিয়া, সদ্য সাবেক যুগ্ম আহবায়ক নবী হোসাইন, সদ্য সাবেক যুগ্ম সদস্য সচিব নাঈম আহমেদ, ছাত্র অধিকার পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রার্থী তোফায়েল আহমেদ মইনুল কয়েস মিয়া, জিয়া উদ্দিন, মুজাক্কির হুসেন, হৃদয় আহমদ সহ নবীগঞ্জ-বাহুবলের বিভিন্ন ইউনিয়ন এর নেতৃবৃন্দ।