স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের বিরাট ইউপি চেয়ারম্যান স্বেচ্ছাসেবক লীগ নেতা আশরাফুল আলম মোবারুল আওয়ামী সরকারের আমলে প্রভাব খাটিয়ে নানা অপকর্ম করলেও এখনো তিনি রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান ও সদ্য সাবেক এমপি ময়েজ উদ্দিন শরীফ রুয়েল এর আস্থাভাজন ছিলেন মোবারুল। দলীয় প্রভাব খাটিয়ে নানা অপকর্ম চালিয়ে গেছেন নির্বিঘেœ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী গ্রেফতার হলেও এখন পর্যন্ত মোবারুল রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে বিরাট ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন মোবারুল। পরে জলমহাল, বালু মহাল দখলসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েন। তাই স্থানীয় এলাকাবাসী মোবারুলকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।