স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ধলেশ্বরী খাঞ্জা বিলের তৃতীয় অংশের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে উপজেলার শিবপুর ও সন্তোষপুর গ্রামের দুটি পক্ষের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিবপুর গ্রামের জনকল্যাণ সমবায় সমিতি এবং সন্তোষপুর আনন্দময়ী মৎস্যজীবী সমিতির লোকজনের মাঝে ধলেশ্বরী বিল দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে, গত ৮ জানুয়ারি খাঞ্জা বিল দখল নিয়ে রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে সংঘর্ষে জড়ায় উভয়পক্ষ।