
যুগান্তরের রজত জয়ন্তীতে অধ্যক্ষ জিল্লুল বারী
নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ জাবেদ জিল্লুল বারী বলেছেন, হবিগঞ্জ মেডিকেল কলেজের কোন স্থায়ী ক্যাম্পাস নেই। স্থায়ী ক্যাম্পাস যদি থাকে তবে মেডিকেল কলেজের সাথে একটি হাসপাতাল হবে। মানুষের সেবার মান আরও প্রসারিত হবে। জনমানুষের উন্নয়নে আমরা যেন সবাই একসাথে কাজ করি। দৈনিক যুগান্তরের রজত জয়ন্তী উপলক্ষে মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। যুগান্তরের জেলা প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি সফিকুর রহমান চৌধুরী ও সাবেক সভাপতি মো. ফজলুর রহমান। এতে উপস্থিত ছিলেন আব্দুল হালীম, আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, সাইফুর রহমান তারেক, সৈয়দ মশিউর রহমান, এমআর শায়েল, অপু আহমেদ রওশন, ইলিয়াস আলী মাসুক, মো. শাহ আলম, তানভীর আহমেদ, আনোয়ার হোসেন, জাহেদ আলী মামুন প্রমূখ।