স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের হরিপুর থেকে দুই যুবতীসহ ৫ জনকে আটক করেছে স্থানীয় জনতা। গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৯ টায় হরিপুর এলাকার সোহেল মিয়ার বাসায় দুই অপরিচিত যুবতীর চলাফেরা দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে তারা ওই বাসা থেকে বেবি, রুবি, বাড়ির মালিক সোহেল, কাসেম আলী ও সায়েল আহমেদ নামে ৫ জনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে আটককৃতরা অসংলগ্ন কথাবার্তা বলে। এক পর্যায়ে তারা অবৈধ কাজে জড়িত হতে এই বাসায় এসে জড়ো হয়েছে বলে স্বীকার করে। তারা ভবিষ্যতে আর এসব কাজ করবে না মর্মে মুচলেকা দিলে তাদের রেখে ছেড়ে দেয়া হয়।