স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার মোড়াকড়ি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯ টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় শাহবুদ্দিন, জাহাঙ্গীর ও বানেছা বেগমকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
জানা যায়, মোড়াকড়ি গ্রামের শাহাবুদ্দিনের সাথে রাস্তা নিয়ে একই গ্রামের ওয়াহাব মিয়ার বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে লাখাই থানার এসআই প্রণয় কুমার দেবের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।