বানিয়াচং উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সভা
নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে উপজেলার ৯নং পুকড়া ইউনিয়ন বিএনপি সভাপতি লুৎফুর রহমান খানের দাখিলকৃত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ শতভাগ সত্য বলে দাবি করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের স্কাই কিং রেস্টুরেন্ট বানিয়াচং উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত এক সভায় এ দাবি করা হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন ফারুকের সভাপতিত্বে ও দক্ষিণ বানিয়াচং যুবদলের আহ্বায়ক নূরুল হুদার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন, পুকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফুর রহমান খান, দক্ষিণ বানিয়াচং যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নাসের, সালাউদ্দিন ফয়সল, আশরাফুজ্জামান, এমদাদুল হক, শেখ রাসেল, মোনায়েম হোসেন, মোক্তাদির হাসান সেবুল, শেখ রাসেল, সাইফুর রহমান, মাসুম মিয়া, শেখ ছানু মিয়া, কাউছার আহমেদ, জুলফি খান, এস এ হাসান, মামুন মিয়া প্রমূখ।
সভায় বক্তাগণ বলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম করে আওয়ামী লীগের পতন ঘটিয়েছেন। কিন্তু ৫ আগস্টের পর দলের কিছু দুষ্কৃতিকারী ৯ হত্যাকান্ডের সাথে জড়িতদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে তাদের মামলা থেকে রক্ষা করেছেন। আবার টাকা নিয়ে অনেক নিরাপরাধ ব্যক্তিকে আসামি করেছেন। তাদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পুকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফুর রহমান খান বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনেছেন যা সত্য। আমরা আশা করবো তদন্ত কমিটি সঠিক তদন্ত করে উপজেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদককে পদ থেকে স্থায়ী ভাবে বহিস্কার করবেন।