বৃন্দাবন চন্দ্র দাসের বুদ্ধিমত্তায় কলেজটির নামকরণ করা হয় ‘বৃন্দাবন কলেজ’
মঈন উদ্দিন আহমেদ ॥ এরপর নদীয়া চাঁদ চৌধুরী প্রায় এক সপ্তাহ বৃন্দাবন দাসকে সাথে নিয়ে ঘুরাফেরা করলেন। বানিয়াচংয়ের সকল প্রাইমারী স্কুল পরিদর্শনে তাকে সাথে নিয়ে গেলেন। পরিদর্শন শেষে বৃন্দাবন দাসকে তার সাথে হবিগঞ্জ আসার প্রস্তাব দেন। নদীয়া চাঁদ চৌধুরী বৃন্দাবন দাসকে সাথে নিয়ে হবিগঞ্জ উকিল সাহেবের বাসায় এলেন। ওই দিনই সন্ধ্যায় উকিল সাহেবের বাসায় বৃন্দাবন দাসকে সামনে রেখে মিটিং বসলো। ওই সভায় আসামের মিনিস্টার প্রমোদ দত্ত (বীর মুক্তিযোদ্ধা সিআর দত্তের জেঠা) উপস্থিত ছিলেন। বৃন্দাবন দাস কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধিভূক্তির জন্য কলেজ ফান্ডে দশ হাজার রুপি দেয়ার প্রতিশ্রুতি দিলে কলেজ পরিচালনা কমিটির জরুরী সভা আহবান করা হয়। ওই সভায় কলেজের নাম ‘বৃন্দাবন চন্দ্র দাস কলেজ’ নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়। তখন প্রমোদ চন্দ্র দত্ত ইংরেজিতে বৃন্দাবন কলেজের পুরো নাম বললে বৃন্দাবন দাস তা বাংলায় বলতে বলেন। বাংলায় নাম শুনে বৃন্দাবন দাস বলেন, এতবড় নাম বড় লোকদের জন্য। লোকে এর নাম সংক্ষেপ করে বলবে বিসিডি কলেজ। বৃন্দাবন দাসের এমন জ্ঞানগর্ভ কথা শুনে প্রমোদ চন্দ্র দত্ত হেসে বৃন্দাবন দাসের মুখের দিকে তাকালেন। ওই সভায় বৃন্দাবন দাস কলেজ ফান্ডে নগদ আড়াই হাজার টাকা দান করেন। এছাড়া সাড়ে ৭ হাজার টাকার হ্যান্ড নোট দান করেন। ওই সময় তিনি বলেন, তার দানকৃত হ্যান্ড নোটে যে লাভ হবে তাও কলেজ ফান্ডে দেয়া হবে। এছাড়াও হ্যান্ড নোটের টাকা আদায় করে দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি। যতদিন হ্যান্ড নোটের টাকা আদায় হবে না ততদিন পর্যন্ত যে সুদ আসবে তা কলেজ ফান্ডে দেয়া হবে বলেও জানান তিনি। এক বছরের মধ্যেই বৃন্দাবন দাস টাকা আদায় করে লাভসহ ১১ হাজার টাকা কলেজ ফান্ডে দান করেন।
এসব তথ্য প্রদান করেন হবিগঞ্জ শহরের প্রবীণ ব্যক্তিত্ব বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ নিখিল ভট্টাচার্য্য।
বর্তমানে যে স্থানে বৃন্দাবন কলেজ রয়েছে সে জায়গাটি দেওয়ানী আদালতের ছিল উল্লেখ করে প্রফেসর নিখিল ভট্টাচার্য্য বলেন, ওই জায়গার মূল মালিক ছিল আসাম হাইকোর্ট। এ জায়গায় কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব করলে প্রমোদ দত্ত এসডিওকে প্রস্তাব পাঠাতে বলেন। পরে আসাম হাইকোর্ট ওই জায়গাটি কলেজকে দান করেন। পরে বৃন্দাবন দাস প্রদত্ত ১০ হাজার টাকা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করে কলেজ অনুমোদনের জন্য কলকাতা ইউনিভার্সিটিতে আবেদন করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com