স্টাফ রিপোর্টার ॥ রোটারি ক্লাব অব হবিগঞ্জ এর পিঠা পুলি উৎসব ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে লন্ডন টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি মহিলা কলেজ হবিগঞ্জ এর অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হারুন মিয়া। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের চেয়ারম্যান পিপি ফরিদ উদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ক্লাব চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান শহীদ উদ্দিন চৌধুরী, পিপি সফিকুল বারী আউয়াল, পিপি ইলিয়াস বখত চৌধুরী। উপস্থিত ছিলেন পিপি ফজলুর রহমান লেবু, পিপি মোদারিছ আলী টেনু, পিপি স্বদীপ কুমার বণিক, পিপি রেজাউল মুহিত খান, পিপি প্রদীপ দাশ, রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর প্রেসিডেন্ট আজিজুর রহমান, রোটারীয়ান শিউলী দাশ, ড. নোমান, আশরাফ আলী খান, অঞ্জন রায়, শেখ জামাল, শুভজিৎ দেব শাওন, মোহাম্মদ শাহীন, ডা: সমীর দেব নাথ, ডা: সনজয় রায় চৌধুরী, ডা: আশীক মুহিত খান, দিপুল রায়, শুধাংশু সূত্রধর, এমদাদুর রহমান, নিয়াজ খান, আবু নাসের শাহীন, রোটারেক্ট ক্লাব হবিগঞ্জ এর প্রেসিডেন্ট মিসবাহ উদ্দিন তারেক, ইন্টারেক্ট ক্লাব হবিগঞ্জ এর প্রেসিডেন্ট সোহানুর রহমান নাহিন, সৈকত দাশ, আজিজুল ইসলাম হৃদয়, আশিকুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট এ এস এম মহসিন চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ হারুন মিয়া বলেন- সারা বিশ্বের রোটারিয়ানরা একটি পরিবারের মতো। এতে করে রোটারি কর্মকান্ড কখনোই থেমে থাকে না। এক দেশের কাজ শেষ হলেই অন্য দেশে শুরু হয়। রোটারিয়ানদের ফেলোশীপ সমাজের অন্য অংশের কাছে আদর্শ স্বরূপ। রোটার‌্যাক্ট ক্লাব অব হবিগঞ্জ এর ২৫ বছর পূর্তি মোড়ক উন্মোচন করেন রোটারী ক্লাব অব হবিগঞ্জ এর প্রেসিডেন্ট এ এস এম মহসিন চৌধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে ১১ জন কৃতি শিক্ষার্থীকে সনদ ও গিফট প্রদান করা হয় এবং বিভিন্ন প্রকারের ২৬ রকম পিঠা নিয়ে পিঠা উৎসবে অংশগ্রহণ করেন ক্লাবের রোটারিয়ানদের ১৬ জন এনস। তাদের সকলকে ক্লাবের পক্ষ থেকে গিফট প্রদান করা হয় এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। পিঠা পুলি উৎসব ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাব সেক্রেটারী সৈয়দ মহিদুল হাসান ও প্রশান্ত কুমার দাশ। সাংস্কৃতিক অনুষ্ঠান দামাইল পরিচালনা করেন রোটারিয়ান দিপুল কুমার রায়।