স্টাফ রিপোর্টার ॥ শিক্ষার্থীদের হাতে সহজলভ্যে সৃজনশীল বই পৌঁছে দিতে শব্দকথা প্রকাশন আয়োজন করেছে ৫০% ছাড়ে ‘ক্যাম্পাস বইমেলা-২০২৫’। রবিবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় হবিগঞ্জের ঐতিহ্যবাহী বৃন্দাবন সরকারি কলেজের সামনে শব্দকথা’র সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ এর সভাপতিত্বে ‘ক্যাম্পাস বইমেলা-২০২৫’ এর উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন দেশবরেণ্য কথাসাহিত্যিক আয়েশা আহমেদ, শিশুসাহিত্যিক তাহমিনা বেগম গিনি, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা: জমির আলী, বহুমাত্রিক লেখক ড. সুভাষ চন্দ্র দেব, কথাসাহিত্যিক আখতার উজ্জামান সুমন, ত্রৈমাসিক শব্দকথা’র সহযোগী সম্পাদক এস এম মিজান, শব্দকথা লেখক পাঠক ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাবিব খোকন, সৈয়দা রিমা, মীর ফয়সাল আহমেদ, তাইজুল ইসলাম, প্রীতম চৌধুরী প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠানে অতিথিগণ বলেন, সৃজনশীল বই পড়ার মাধ্যমেই জ্ঞানের সমৃদ্ধি ঘটে। বইপড়ার প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে বইমেলা কার্যকর ভূমিকা রাখতে পারে। শব্দকথার ক্যাম্পাস বইমেলা আয়োজনের মতো উদ্যোগকে সমাজে ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।