নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্মিত পাবলিক টয়লেট দখল করে বসবাস করছেন ওলামা লীগ ও ছাত্রলীগ নেতা। এ নিয়ে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।
সূত্র জানায়, পল্লী এলাকার জনগণের নিকট নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা পৌঁছানোর লক্ষ্যে হবিগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২০২২-২০২৩ অর্থ বছরে নোয়াগাও গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন একটি পাবলিক টয়লেট নির্মাণ ও গভীর নলকুপ স্থাপন করে। প্রায় ২৩ লাখ টাকা ব্যয় করা হয় ওই পাবলিক টয়লেটে। নির্মাণকালে সংশ্লিষ্ট ঠিকাধারী প্রতিষ্ঠান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ম্যানেজ করে কাজে অনিয়ম করেন। গ্রামবাসী বিষয়টি কর্তৃপক্ষকে অবগত করলে তারা অনিয়মের বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি। নির্মাণের পর উপজেলা আওয়ামীলীগ নেতাদের ছত্রছায়ায় পাবলিক টয়লেট দখলে নেন জেলা ওলামালীগ নেতা মোবারক মিয়া ও সুবিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি পাবেল সর্দার। পরবর্তীতে তারা পাবলিক টয়লেটটি ভেঙ্গে নিজেদের বসবাসের স্থান করেন। এতে গ্রামবাসী নিরাপদ পানি ও স্যানিটেশন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থায় গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে শাহ রেশম আলী ও হাকিম আলী শাহসহ গ্রামের কয়েকজন মুরুব্বীয়ান জানান, আমাদের গ্রামের সাধারণ জনগণের ব্যবহারের জন্য সরকারিভাবে পাবলিক টয়লেটটি নির্মিত হয়েছিল। কিন্তু পাবলিক টয়লেটের কমোডসহ মালামাল দরজা, ভেঙ্গে বসবাসের স্থান করেছেন ওলামা লীগ ও ছাত্রলীগ নেতা। টয়লেটের সামনে থাকা সাইন বোর্ড ভেঙ্গে ফেলা হয়েছে। কেউ দেখলে বলতে পারবেন না এখানে কোন পাবলিক টয়লেট ছিল। পাবলিক টয়লেটটি ভেঙ্গে বাসস্থান নির্মাণ করায় আমাদের সাধারণ জনগণ স্যানিটেশন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ফিল্ড অফিসার জুয়েল রানা জানান, বিষয়টি আমি অবগত হয়ে কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি দ্রুত এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।