স্টাফ রিপোর্টার ॥ ব্রয়লার মোরগের ডিমের মূল্য কমানো দাবিতে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করেছেন হবিগঞ্জের পাইকারী ডিম ব্যবসায়ীরা। গতকাল রবিবার ডিম ব্যবসায়ী সমিতির সভাপতি লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক জামাল মিয়ার নেতৃত্বে ডিম ব্যবসায়ীরা জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করেন। এসময় ডিম ব্যবসায়ীরা জানান, হবিগঞ্জ, মাধবপুর, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও অলিপুর এলাকার ১৫ জন পাইকারী ডিম ব্যবসায়ীকে প্রাণ আরএফএল কোম্পানি ও কাজী ফার্ম ডিলার হিসেবে নিয়োগ দেয়। সরকার নির্ধারিত মূল্য ১শ’ ডিম ১ হাজার ৫৮ টাকা। ওই টাকায় ডিম ক্রয় করলে গাড়ী ভাড়াসহ ১শ’ ডিমের দাম এসে দাড়ায় ১ হাজার ৭০ টাকা। কাজী ফার্ম সরকার নির্ধারিত মূল্যে ডিম বিক্রি করলেও প্রাণ আরএফএল কোম্পানি ১শ’ ডিম ১ হাজার ১শ’ টাকায় বিক্রি করছে। বর্তমানে স্থানীয় বাজারগুলোতে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক কম দামে ডিম বিক্রি হচ্ছে। স্থানীয় বাজারগুলোর দামের সাথে মিল রেখে কাজী ফার্ম ব্রয়লার মোরগের ডিম প্রতি শ’ ৯৫০ টাকা দরে বিক্রি করছে। আর প্রাণ আরএফএল কোম্পানি ১শ’ ডিম ১ হাজার ৫৮ টাকায় বিক্রি করছে। যারা প্রাণ আরএফএল কোম্পানির এজেন্ট তারা তাদের কাছ থেকে ডিম ক্রয় করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, কোম্পানির নিয়োগকৃত ডিলার নিয়মানুযায়ী সপ্তাহে ৩দিন কোম্পানি থেকে ডিম ক্রয় করতে হয়। দাম বাড়ানোর কারণে ব্যবসায়ীরা প্রাণ কোম্পানি থেকে ডিম ক্রয় করতে আগ্রহী নন। কোম্পানি ব্যবসায়ীদেরকে তাদের নির্ধারিত দামে ডিম ক্রয় করার জন্য চাপ দিচ্ছে। শুধু তাই নয়, তাদের নির্ধারিত দামে ডিম ক্রয় না করলে ডিলারশীপ বাতিল করার হুমকি দিচ্ছে। এ অবস্থায় ব্যবসায়ীরা ঘোষণা করেছেন যতদিন প্রাণ-আরএফএল কোম্পানি ডিমের দাম না কমাবে ততদিন পর্যন্ত তারা ওই কোম্পানীর ডিম ক্রয় করবেন না।
ডিম ব্যবসায়ী সমিতির সভাপতি লুৎফুর রহমান জানান, আমরা জেলা প্রশাসককে বিষয়গুলো অবগত করেছি। তিনি কোম্পানির সাথে কথা বলে ডিমের দাম কমাবেন বলে আশ্বস্থ করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com