নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় তিন মাছ ব্যবসায়ীকে দেড় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার দাউদনগর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস।
সূত্র জানায়, তিন মাছ ব্যবসায়ীর কাছ থেকে দেড় কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেন হবিগঞ্জ পরিবেশ অধিদপ্তরের লোকজন। পরে ভ্রাম্যমান আদালতে প্রত্যক ব্যবসায়ীকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস বলেন, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬ (ক) ধারা অনুযায়ী নিষিদ্ধ পলিথিন বিক্রির অপরাধে তিন জনকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com