স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর বহুলা থেকে দুই মিশুক চোরকে আটক করেছে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী চুরি যাওয়া মিশুক লস্করপুর থেকে উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো- বহুলা গ্রামের হেলাল মিয়ার পুত্র আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সদস্য আল আমিন ও একই গ্রামের মৃত ইন্তাজ আলীর পুত্র ইউনুস মিয়া (৬০)। গতকাল বিকেলে সদর থানার ওসি আলমগীর কবির এর নির্দেশে এসআই সিরাজ মওলা অভিযান চালিয়ে লস্করপুর থেকে একটি চোরাই মিশুক উদ্ধার করেন। পরে ওই মিশুকটি থানা হেফাজতে রাখা হয়। এর আগে ২৫ নভেম্বর রাত ১১ টার সময় শহরের চৌধুরী বাজার থেকে চালক সাবাজ মিয়ার মিশুক ২৫০ টাকায় ভাড়া নেয় চোরের দল। ওই রাতেই বহুলা বাইপাসে সাবাজ মিয়াকে মারপিট করে তার মিশুকটি নিয়ে চম্পট দেয় চোরেরা। বিষয়টি সদর থানার পুলিশকে জানালে অভিযান চালিয়ে চোর রাজিব ও উজ্জ্বল মিয়াকে আটক করে পুলিশ। পরে তাদের আদালতে সোপর্দ করলে আদালতে দেয়া জবানবন্দিতে উপরোল্লিখিতদের নাম প্রকাশ করে রাজিব ও উজ্জল।